Logo

আন্তর্জাতিক    >>   পুতিন-শলৎজ ফোনালাপ দুই বছর পর

পুতিন-শলৎজ ফোনালাপ দুই বছর পর

পুতিন-শলৎজ ফোনালাপ দুই বছর পর

দীর্ঘ দুই বছরের বিরতির পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ আবার ফোনে কথা বলেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) ঘণ্টাব্যাপী এ আলোচনায় ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর তৎপরতা এবং রাশিয়া-জার্মানির সম্পর্কের টানাপোড়েনের বিষয়গুলো গুরুত্ব পায়। এই ফোনালাপ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ প্রেক্ষাপট এবং দুই দেশের সম্পর্কের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শলৎজ আলোচনার শুরুতেই ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে তা ইউরোপ ও বিশ্বে বড় অস্থিতিশীলতা সৃষ্টি করবে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সরাসরি সংশ্লিষ্টতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের সহায়তা যুদ্ধের মেয়াদ দীর্ঘ করবে।

অন্যদিকে, পুতিন দাবি করেন, অধিকৃত অঞ্চলগুলোতে রুশ আধিপত্য স্বীকার করলেই যুদ্ধ বন্ধ হতে পারে। তিনি ন্যাটোর সীমান্ত তৎপরতা বন্ধ করারও আহ্বান জানান। জার্মানির অবন্ধুসুলভ আচরণের সমালোচনা করে পুতিন বলেন, ইউরোপকে নতুন করে রাশিয়ার সঙ্গে সহযোগিতার পথ খুঁজতে হবে।

জার্মান চ্যান্সেলরের এই ফোনালাপের কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ ধরনের সংলাপ পুতিনের প্রতি আরোপিত নিষেধাজ্ঞাকে দুর্বল করবে এবং যুদ্ধ অব্যাহত রাখার সুযোগ দেবে।” তিনি আরও বলেন, পুতিন একজন ধূর্ত কূটনীতিক, যিনি কৌশলে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন।

পুতিন-শলৎজ ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান চলছে। যুক্তরাষ্ট্র এবং জার্মানি ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের সম্ভাবনায় এই সহায়তা অব্যাহত থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জার্মানির পক্ষ থেকে জানানো হয়, শলৎজ যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, “যতদিন প্রয়োজন, জার্মানি ইউক্রেনের পাশে থাকবে।”

এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে পুতিন ও শলৎজ সর্বশেষ ফোনে কথা বলেছিলেন। ইউক্রেন আক্রমণের পর থেকেই পুতিন পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনায় খুব একটা আগ্রহ দেখাননি। এই দীর্ঘ বিরতির পর ফোনালাপ রাশিয়া-জার্মানির মধ্যকার সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিতে পারে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert